আমার ভাবতে আনন্দ হয়

by nirjhar

আমি ইদানিং রাস্তায় রাস্তায় একটু বেশিই হাটি

কত বড় বড় বাড়ি চারপাশে

তার মইধ্যে আবার বাতিও জ্বলে

আমার দেখতে বড়ই ভালো লাগে।

হয়তো সেইসব বাড়িতে যেনাদের থাকার কথা, তেনারাই থাকেন

হয়তো যাদের থাকার কথাও নয়, তারাও

কিন্তু আমার ভাবনার মধ্যে তারা খুব বেশী পাত্তা পায়না।

আমি ভাবি এইসব ধবধবা বাড়িতে নিশ্চই অনেক সুন্দরী ঘুমায়

মানে তাদের ঘুমাতে হয় আরকি, রূপকথার মতোন

তারা নিশ্চই ঘুমের মইধ্যে স্বপ্নও দেখে!

তারা নিশ্চই আমার মতোন মানে আমাদের মতোন পথপাগলদেরও কথা ভাবে!

এদের মইধ্যে আবার হয়তো কেউ কেউ আমাদের প্রেমিকা

যারা রাতভর জেগে জেগে মোবাইলে গুটুর গুটুর করে

এদের মইধ্যে আবার হয়তো অনেকেই আছে যারা আমার স্বপ্নাংশের অংশীদার!

আমার বড়ই ভাবতে ভালো লাগে, সেখানে হয়তো আমার প্রমিকা আমার জন্য

অপেক্ষা করে সারা রাত!

কিন্তু আমার মতোন বা আমাদের মতোন পথ রাজপুত্ররেরা কখনও

সোনার কাঠি বা রুপার কাঠি নিয়ে তাদের স্বপ্নে প্রবেশ করার অধিকার রাখে না!

বা অনধিকারের কথা ভেবে আমরা তাদের দরজা খটখটাই না!

কিন্তু তাদের কথা, তাহাদের কথা ভেবে আমার বড়ই আনন্দ লাগে।

ঢাকা/১০অক্টবর/২০০৭

You may also like

1 comment

Sakib Al Mahmud October 24, 2007 - 9:41 pm

you express your feelings randomly and that’s amazing and love it

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00