কিছু ভুল ড্রাগ এন ড্রপ
সৃতির কোন অংশ
হারিয়ে যায়,
সেই ফোল্ডার কখন খোলা হয় না।
মাঝে মাঝে ভাবি, কতবার কতভাবে হারিয়ে গেল সব
এখন এই ক্লাউড কম্পিউটিং এর যুগে
আমার পুরনো দুঃখ কোথায় ঠাই পাবে?
অথচ প্রতিনিয়ত নষ্ট একটা মাউসে
ভুলভাল ড্রাগ করে চলেছি।
ভুল
Photo by George Becker on Pexels.com