বলো যদি, তবে অন্যভাবে বল
ঠিক কঠিন চোখ করে আর একবার
চোখের দৃষ্টিতে ভষ্ম করে ফেল
আমার সকল অহংকার।
ভালোবাসি বলেই তবে আমার সাজঘর
প্রতিটা ভাঁজে জমা আছে অসংখ প্রসাধন
যদি নিশ্বাস নিতে চাও, অন্য ভাবে নাও
প্রথম মৃত্যুর মতো, নিষ্পলক কিছুক্ষন
বুকে নিয়ে মমতায় আমাকে সাজাও।
অন্যভাবে
Photo by Mike on Pexels.com