অবিশ্বাস্য হলেও সত্যি। আমার অভিনিত একটি নাটক দেখান হবে RTV তে। আজকে রাত ১০:০০টায়। নাটকটি হুমায়ূন আহমেদর এর রচনা। নাটকের নাম আজ জরির বিয়ে। নাটকটি পরিচালনা করেছেন Meher Afroz Shaon. আমি একটা ছোট চরিত্রে অভিনয় করেছি জীবনের প্রথম। এর আগে কখনো আয়নার সামনে দাঁড়িয়েও অভিনয় করি নাই।
আমার চিত্রনাট্যে হুমায়ূন আহমেদের ছোট গল্প অঙ্কশ্লোক দেখান হবে চ্যানেল আইতে রাত ৮:৫০ এ। এটা দেখতে পারেন। চিত্রনাট্যটি ভাল করেছিলাম।
আমার প্রথম নাটক কোথায় দেখব জানি না। আমার বাসায় টিভি নাই।