গল্পগুলো আজকে আমার মেলছে ডানা
গল্পগুলো হয়তো তোমার একটু জানা
লিখছি আজো তোমার আমার গল্পটিকে
লিখছি শুধু জীবন নামের সমষ্টিকে।
লিখতে লিখতে হয়তো একটা গান হয়ে যায়
লিখব বলেই সময় এখন শুধু কবিতায়
তোমার আমার কাব্যখানা হয়তো বাকী
কাব্যখানা লিখব বলেই ভাল থাকি।
একটুখানি আদরমাখা হাতের পরশ
একটু ছিটে আলতো করে আসে বরষ
তোমার আমার বর্ষাগাঁথা আছে বাকী
বৃষ্টিটাকেই মনে রেখে ভাল থাকি।
তুমি আছো বলেই আমি ভাল থাকি।
গানের মাঝে তুমিই বলেই ভাল থাকি।
27.07.2011, Dhaka