ছবিটা তুলেছিলাম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার বোনদের দেখতে গিয়েছিলাম। ভালোই ছিল দিনটা। অনেক সকালে গিয়েছিলাম লোকাল একটা বাসে করে। অনেক সকাল তাই অন্য কোন সার্ভিস ছিল না। অনেক ভোরে দেখেছিলাম ক্যাম্পাসটি। কুয়াশায় ঢাকা ছিল চারপাশ, হয়তো আমিও সিক্ত ছিলাম অন্যভাবে।
ছবিটা তুলেছিলাম ৭০মিলিমিটার লেন্স দিয়ে। আসলে লেন্সটি ছিল ৭০-৩০০। সেই মুহূর্তে আর পরিবর্তন করার উপায় ছিল না।
অনেক দিন পরে ছবিটি খুঁজে পেলাম। তাই আর বিলম্ব না করে র ফাইলটিকে প্রসেস করে ফ্লিকারে উঠিয়ে দিলাম। আশা করি ছবিটি ভালো লাগবে সবার।
শুভেচ্ছা।
61 comments