অনেকের সাথে আমার যোগাযোগ নেই। যোগাযোগ করার উপলক্ষ গুলোন মনে হয় শেষ হয়ে গেছে। তাই ইদানিং রাস্তায় দেখা হলে কেউ চিনতে পারে না। যাদের সাথে গত ২বছরে দেখা হয় নি; তারা চিনবেও না হয়তো। আমার মাথায় এখন অনেক বেশী চুল। চেহারাও অনেক বেশী রুক্ষ। আমার আজকে সকালে তোলা কয়েকটা ছবি এখানে দিচ্ছি। যারা দেখে তারা হঠাৎ চিনতে পেরে আঁতকে উঠে। আঁতকে উঠার দরকার নেই। আমাকে দেখুন ভালো করে।