আমার সবচেয়ে জনপ্রিয় ছবি

আমার সবচেয়ে প্রিয় ছবি

এই ছবিটা তুলেছিলাম আমার আগের বাসার (লালমাটিয়া) ছাদে। সেদিন আমার সাথে ছিলেন আমার একমাত্র মামা। অনেক্ষণ অপেক্ষা করেছিলাম ছবিটি তোলার জন্য। বৃষ্টির ঝাপ্টায় অস্থির হয়ে ছিলাম এইভেবে যে ক্যামেরাটি মনে হয় গেল!

এই ছবিটি ফ্লিকারে প্রকাশ করার পর রাতারাতি অনেক বিখ্যাত হয়ে যাই ফ্লিকার অঙ্গনে। ছবিটি আমাকে দিয়েছি প্রায় ৭০০বন্ধু। ছিবিটি তুলেছিলাম নাইকন ডি-৪০ দিয়ে। সম্ভবত ৫৫মিমি লেন্স এ করা।

মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই ছবিটিতে মানুষ মন্তব্য করে। এই ছবিটি নিয়ে পৃথিবী জুড়ে ব্লগাররা অনেক আর্টকেল লিখেছেন। অনেকগুলোন ঘরোয়া পুরষ্কার পেয়েছে ছবিটি।

অনেকদিন পরে ছবিটি আমার নিজের ব্লগে প্রকাশ করারা লোভ সামলাতে পারলাম না।

Related posts

আজকে আবার বৃষ্টি এলো, এই শহরে

হ্যাপি নিউ ইয়ার ২০২২

Parsha Jenifa

1 comment

Emran Hasan June 23, 2008 - 2:09 am
One of my fav :)
Add Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More