আমি এখন বসে আছি রাস্তার মাঝখানে। আসলে রাজপথের মাঝখানে। শুধু আমি নই। নাম না জানা অনেকেই আছেন আমার সাথে। সামনে মোমের আলো জ্বলছে। সেই আলোকে ঘিরে আছেন অনেকগুলোন আলোকিত মুখ। আমি তাদের মুখের আভা দেখছি। ভালো লাগছে এই সময়টা। আমি একটা বিশাল খাঁচায় হেলান দিয়ে বসে আছি। কয়েক দশকের ফলাফলে তৈরি এই খাঁচা। আমরা এবার এই খাঁচাটাকে ভাঙব। অবশ্যই ভাঙব। আপনারা আছেন তো?