উত্তর না জানি তোমার দক্ষিণও না চিনি
নিশি রাইতে আমার জন্য ফেল চক্ষের পানি
জানি ফেল চক্ষের পানি।
জলেতে জলেতে কন্যার হাসি কেমন হয়
কন্যা যাবে অচিন দেশে আমার হয় ভয়
শুধু আমার হয় ভয়।
ভয়ের জঙ্গলে থেকে উথাল পাথাল ভাবি
আন্ধার ঘরের বাতি জ্বালার তোমার কাছে চাবি
শুধুই তোমার হাতেই চাবি।
চান্দের আলো আসুক এখন আমার এই ঘরে
জলজ সেই কন্যার লাগি মন ঝন ঝন করে
আমার মন ঝন ঝন করে।
–ইন্দিরা রোড/ঢাকা।
মাত্র লিখলাম। কেউ ইচ্ছে করলে এইটার সুর করতে পারেন।