একটা নির্দিষ্ট সময়ের পর মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় সেই বিবেচনায় তাদেরকে অবসর দেয়া হয় (রিটায়ারমেন্ট). একই কারনে আমাদের রাজনীতিবিদদের কেন অবসর দেয়া যাবে না? তারা কি মানুষের পর্যায়ে নন? সাধারনভাবে তাদেরকে আমার এক্সপায়ারড মনে হয়. এরা কেমন করে আমাদের ভবিষ্যত নির্ধারন করবেন? এই বিষয়ে কী কোন রিট আবেদন করা যায় Imtiaz Mahmood