মাঝে মাঝে এক কাপ চায়ের জন্য নিজেকে অনেক তুচ্ছ লাগে। যে সময়টা চা বানাতে ইচ্ছে করে না। প্রথমতঃ সকাল বেলা। ঘুম থেকে উঠে প্রথম চা বানাতে পারি না। কারো জন্য আপনা থেকেই প্রতীক্ষা করি। খুবই খারাপ কথা। খুবই দুখের কথা। এক কাপ চা আমার জীবন নিয়ন্তা! বড় ভয়ের কারন। এই এক কাপ চা যে কতই ভয়ঙ্কর হতে পারে এখন বুঝতে পারি! ইংরেজরা যদি আমাদের চা না খাওয়া শেখাতো, আমি কি চা খেতাম। আমরা কী চা খেতাম?
6 comments