ভালোবাসার পিদিম ঘরে
যে সলতে নড়ে চড়ে
তার নীচে পড়ে থাকে ছায়া;
সেই ছায়ারি অন্ধকারে
হাত বাড়িয়ে চুপিসারে
আলো মাখি, কত শত মায়া!
২৯/০৪/২০১১
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More