এখন এই শশীবেলা, রূপালী আলোর খেলা,
চুপচাপ পেতে রই কান;
কোথাও কেউ নিশ্বাসে, আছে পুরো বিশ্বাসে,
ভালোবাসার ভৈরবী তান।
এখন এই শশীবেলা, রূপালী আলোর খেলা,
চুপচাপ পেতে রই কান;
কোথাও কেউ নিশ্বাসে, আছে পুরো বিশ্বাসে,
ভালোবাসার ভৈরবী তান।
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More