কিছু লিখছি না। মানে হলো নিজের জন্য কিছুই

কিছু লিখছি না। মানে হলো নিজের জন্য কিছুই লিখছি না। ফেসবুক দিনে দিনে হতাসা বুক হয়ে যাচ্ছে। অনেক বন্ধুদের মন উজাড় করে বিভিন্ন বিষয়ে লেখার স্বাদ ফেসবুকে পাই। কোথায় জানি নিজের অপারগতার একটা চিনচিনে ব্যাথা। যেমন ধরা যাক প্রাণ প্রিয় (প্রানের জুস তার প্রিয় কিনা জানি না) Fakhrul Abedin Milon ভাই। এই ভদ্রলোক স্ট্যাটাস লেখাটার একটা স্ট্যাটাস দিয়েছেন। বলতে গেলে আমি ওনার জন্মদিন বিষয়ক স্টাটাস এর বিশাল (অনেক কয়টা শ আকার যোগ করে পড়তে হবে) ভক্ত। ভক্তিভরে অপেক্ষা করি স্টাটাস শিল্প দেখার জন্য। যদিও বাস করি একই নগরে। একই ইট-কাঠ-কনক্রিট। তবুও কিন্তু মনের মধ্যে মেঘ। একটু বৃষ্টি। এই উড়ু উড়ু মেঘ নিয়ে মিলন ভাইয়ের বিভিন্ন ভ্রমন বিষয়ক ছবি দেখি সাবেক বিভিন্ন সহকর্মীদের সাথে। মিলন ভাই আপনি কী জানেন আপনার সকল ছবিতে আমি মনের মধ্যে ফটোশপিং করি এবং নিজেকে বসিয়ে দেই আপনাদের সাথে? আমি মেঘ রাশি তো! কবে যে ঘুরতে যেতে পারব আপনাদের সাথে। প্রিয় Nauroz Imtiaz কিংবা Omar Sharif এর সাথে। আমারো তো কাকচক্ষু জলের নীচে অদ্ভুত শ্যওলা দেখতে ইচ্ছে করে!
যাই হোক অনেক ভূমিকা করে ফেললাম। কাজের কথায় আসি। আমার বন্ধু Simu Naser (যদিও শিমুর কাছে বন্ধুত্বের সংঙ্গা আলাদা। শিমু তুই কী আমারে বলবি কী কী ক্রাইটেরিয়াতে তুই আমাকে বন্ধু বলতে পারবি?) একবার একজন ছেলের সাথে পরিচয় করিয়ে দিল। সম্ভবত ২০০৬ সালে। পরিচয় করিয়ে বলল একটি দৈনিকের ফান ম্যাগাজিন এর লোক। আমি অনেক ফানি একটা লুক দিয়ে তাকিয়ে দেখলাম খুবি গোবেচারা টাইপ একটা ছেলে পরম মমতায় সিগারেট খাচ্ছে। সেদিন আলাপ আর বেশীদূর যায়নি। এরপর অনেকবার দেখা আড্ডা। আইডিয়াবাজ লোক। সকল আইডিয়া বাজদের সাথে তারও মিল আছে। এক্সিকিউশন খারাপ। তারপরেও কেমন কেমন করে জানি আমরা একসাথে কাজ করব বলে সিদ্ধান্ত নিলাম। এই আইডিয়াবাজ লোকটি একাধারে লেখক, কলামিস্ট, টেলিভিশন উপস্থাপক, রেডিও জকি, কবি, ফটোগ্রাফার….. আমি লিস্ট টা শেষ করলাম না। অনেক সময় লাগবে শেষ করতে।
এই বিখ্যাত মানুষটি তার প্রথম উপন্যাস লিখে রিতিমতোন ফেসবুক কাঁপিয়ে দিলেন। আমি আশায় আশায় থাকি কবে উনি দয়াকরে একটি বই উপহার দিবেন এবং আমি পড়ব। এর পরে কয়েকটি বসন্ত গেল, অনেক কোকিল কান ঝালাপালা করে কু কু করে সঙ্গীনি খুঁজে গেল কিন্তু বই আমার পাওয় হলো না। না পাওয়ার এই রং মনে নিয়ে আমি অপেক্ষা করি। আজ আমার এই বিখ্যাত বন্ধুর জন্মদিন। অনেক দিন পর সম্পূর্ণ নিজের মতোন করে লিখলাম তোমার জন্মদিনে Ashif Entaz Rabi। শুভ জন্মিদিন।

Related posts

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again

Happy Birthday Towhed

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More