আজ আমার ডে অফ। জমিদারের মতো সারাদিন শুয়ে বসে ছিলাম। একবার শুধু কষ্ট করে উঠে নাস্তা খেয়েছি দুপুরের দিকে। আর মাঝে মাঝে ফেইসবুকে চোখ বুলাচ্ছি। একটা সংবাদ দেখে টাসকি খেলাম। আমি ভেবেছিলাম যে বাসের মাধ্যমে খুন হওয়া ছেলেটিকে নিয়ে একটা স্থাপনা’র বিষয়টি জাস্ট স্যাটায়ার। কিন্তু এখন দেখি ঘটনা সত্য! জাতি হিসেবে আমরা রসিক, এটা মানি। এতোটা রসিক বুঝতে পারি নাই।
দিনে দিনে নিজেকে বেকুব থেকে বেকুবতর এক পিস প্রাণী ভাবতে শুরু করেছি।