ততক্ষনে আমরা সবাই বুঝে গেছি আমাদের ভাইজান ভালই বিপদে। তাকে জোড় করে যখন গাড়িতে উঠানো হচ্ছিল, নায়ক ফেরদৌস ভাইকে রিয়াজ ভাই বার বার বলছিলেন “আমার কিচ্ছু হয় নাই, আমার হার্ট খুবি স্ত্রং”। সেই স্ত্রং হার্ট এর রিয়াজ ভাইয়ের ৪টা মাত্র ব্লক এবং যার একটা ১০০%।
সকালে আম্মার সাথে কথা বলছিলাম। আমি বললাম রিয়াজ ভাইয়ের হার্ট আসলেই স্ত্রং কিন্তু ওনার হার্ট এর রাস্তা গুলান স্ত্রং না।
যাই হউক ভাইজান এখন ভাল আছেন। ২ ঘন্টা আগে ভাইজান সুপ খাইছেন। বিষয় টা খারাপ না। ভাইজানের হৃদয়ে এখনো ৩ টা ব্লক আছে। আমাদের সুপার হিরো ডাক্তার সাহাব ভাই ওইগুলা ঠিক করে দিবেন। শুনেছি এপল হাসপাতালের কেন্টিনে অনেক ভাল খাবার আর আইস্ক্রিম পাওয়া যায়। আমার বান্ধবির প্রিয় স্বামী ডাক্তার সাহাবুদ্দিন তালুকদার নিশ্চয়ই সেগুলো খাওয়াবেন। আমিন।