প্রতিটা মৃত্যুক্ষণে জন্মসূত্রে পাওয়া অভিমান,
ক্ষোভ, মায়া এক হয়ে যায়
আকাশে মেঘের দল অবশেষে বৃষ্টি হয়ে মাটিতে গড়ায়;
আমার অযুত নিযুত মরন বেলায়
খেলা করে গাছের পাতায়
প্রাণের ঐশর্য জানি, জীবন থেকে
প্রথম মৃত্যুর পরে, প্রথম বর্ষার পরে
আমার গান থেমে থাকে না
চাইলে না চাইতেই পারি
না চাই বলেই হয়তো অনেক কাল আকাশ দেখি না
মৃত্যু আসলেই মধুর
এক পরিপূর্ণ মায়ার ভ্রমন
ক্ষমা করেও আবার তাকে ক্ষমা করি না।
–ঢাকা, ২৭ এপ্রিল, রাত ১:৪৩।