ভুলতে থাকি রোজ-
ভুলতে হবেই এই কথাটাই
ভুলি অথবা ভুলি না, তুমি সর্বদাই
মিশে থাক ভুলে এবং অভুলে
কী দরকার বল
শুরু করি না হয় চল
ভুল দিয়েই;
আকাশের শেষ অস্তরেখায়
একটা অচেনা পাখি উড়ে যায়
নিসঃঙ্গ পাখায় আগামীর রোদ।
**//** ধানমন্ডি, ঢাকা।
ভুলতে থাকি রোজ-
ভুলতে হবেই এই কথাটাই
ভুলি অথবা ভুলি না, তুমি সর্বদাই
মিশে থাক ভুলে এবং অভুলে
কী দরকার বল
শুরু করি না হয় চল
ভুল দিয়েই;
আকাশের শেষ অস্তরেখায়
একটা অচেনা পাখি উড়ে যায়
নিসঃঙ্গ পাখায় আগামীর রোদ।
**//** ধানমন্ডি, ঢাকা।
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More