বরাবরের মতোন এই ছবিটাও তুলেছি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আসলে আমি অনেক বেশী ছবি তুলেছি সেখানে।
এখনো আমার কাছে র ফরম্যাটে ছবি জমে আছে ৫০০০এরও বেশি। এখন প্রতিদিন একটা দু’টা করে ঠিক করছি প্রতিদিন।
এই ছবিটা আমার পছন্দ। ডেফ্ত অব ফিল্ড অনেক ইন্টারেস্টিং। ব্যাকগ্রাউন্ড ব্লার তাই আরো মজার।
পাখিটার নাম কসাই পাখি (অনেকে একে মাংস চোর হিসেবে চেনে)। এর ইংরেজি নাম আমি জানি না। কেউ দযা করে জানান।
এই ছবিটা আমার ফ্লিকারে আছে। অনেক হাই রেজুলেশনেই আছে। মন্তব্য করতে ভুলবেন না প্লিজ।
আজ আর কিছু লিখব না।
সবাইকে অনেক অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সুস্থ থাকুন। আবার দেখা হবে একই ব্লগে একই সময়ে। আমার ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।
37 comments