মানুষটার সাথে কখনো কাজ করা হয় নাই। কিন্তু তাঁকে আমি চিনি অনেক কাল। গানের মতোন করে বলতেও পারছি না যে “তারে আমি চোখে দেখিনি”। অনেকবার অনেক কারনে তাঁর সাথে দেখা হয়েছে। এই লোকটা আমাদের আইটি ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছেন। আমি বা আমার পরিচিত অনেকেই এটা মনে করেন। কিন্তু সবকিছুর উপর একজন ভালো-বন্ধু মানুষ তিনি। শুভ জন্মদিন Jowad Kazi ভাই।