সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে-
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে-
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More