আমি কিন্তু জাদুকর,
চেয়ে দেখো হাতের রেখায় নিশপিশ করছে কত রহস্য!
আমাকে নিরুত্তাপ দিনের গল্প বলে লাভ কি?
বরং জাদুর হাতে হাত রেখে সামনে তাকাও,
কি অপার বিস্ময়ে প্রতিটি দিন চলে যাচ্ছে,
তুমি আছো অথবা নেই, অথবা স্বপ্ন নেই!
বড় অদ্ভুত বেখেয়ালে একটা নৌকা তীরের দিকে ছুটে যাচ্ছে,
চলো আজকে রহস্যভরা একটা নৌকাতে উঠে যাই!
আদ্যপান্ত জলের উচ্ছ্বাস
Photo by Pixabay on Pexels.com