প্রথম ছবিটা একটা কোকিল ছানার। পরের ছবিটায় কোকিল ছানার পালক মা। কাকের বাসায় কোকিলের ডিম পারার কথা কিন্তু এই করোনা কালে সব ওলটপালট।
প্রতি বছর আমাদের বাড়িতে একাধিক কোকিল জন্ম নেয়। এবং গাছের করমচা তাদের খুবি প্রিয়। কপ কপ করে অনারা করমচা আস্ত খেয়ে ফেলেন।
**//** রাঙ্গালীরবস, নাগেশ্বরী, কুড়িগ্রাম।