Photography Dhaka, bangladesh ঈদে থাকার কথা ছিল মানালি, আছি nirjharJune 16, 201801 views Dhaka, Bangladesh ঈদে থাকার কথা ছিল মানালি, আছি ঢাকায়। বিকেলে দাওয়াতে গিয়েছিলাম অনেক জায়গায়। রাশেদ জামান- স্বাগতার বাসায় যাওয়ার পথে এই আকাশ পেয়ে গেলাম। মেঘের কাব্যগাঁথা জলের প্রলাপ।