Dhaka, bangladesh সারারাত হয়তো ঝরেছ অঝোর ধারায় ঘুমঘোরে

সারারাত হয়তো ঝরেছ অঝোর ধারায় ঘুমঘোরে থাকা কিছু জীব এসে দাঁড়ায় আহা সকাল! আহা ভোর! এই নগরকে আজ অন্যরকম মনে হয় ইদানিং কেমন জানি গত বরষা না বলতে থেকে, আর বলি না। তবও আমরা শীতাতপ ঘরে বিছানা সাজাই যেন একটু আকাশ দেখা যায়! আকাশকে দিনে দিনে আড়াল করে আমাদের কী অদভুত আকাশের স্বপ্ন! বৃষ্টিমাখা দিনে, কাঁথার নরম ওমে গত জন্মের আগের বরষা গাঁথা গাই ঠিক এমনই দিনে তারে বলতে চাই। ঢাকা, ২১আগস্ট

Related posts

আজকে আবার বৃষ্টি এলো, এই শহরে

হ্যাপি নিউ ইয়ার ২০২২

Parsha Jenifa

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More