Photography Imtiaz Mahmood and Jenifa Jabbar nirjharApril 14, 20190816 views Banani, Road 16 ইহা একটি বৈশাখী পোস্ট। মা সহ গিয়েছিলাম ইমন ভাইয়ের বাসা। অনেক খানাপিনা হয়েছে। অনেক আড্ডা হয়েছে। অনেক ছবি তুলেছি। এখন আপাতত শান্তনা ছবি হিসেবে এক পিস পোস্ট করলাম। এটা ট্রেইলারও বলা যেতে পারে। পূর্ণদৈর্ঘ ভার্সন আসিতেছে।