Just copied this comment from prothom alo reader.

Just copied this comment from Prothom Alo reader.
“bablu
২০১৩.০৭.১৬ ১৫:৫৬
আমি দীর্ঘদিন ধরে একটি শিল্পোন্নত দেশের আইন বিভাগের সঙ্গে কাজ করে আসছি । তবে, সন্দেহভাজন অপরাধী হিসেবে আটক অথবা বিচারকার্য চলাকালে বা শাস্তি হয়ে যাওয়ার পর কোন পর্যায়েই কাউকে ফরমায়েশ মোতাবেক আলাদা খাদ্য সরবরাহ করা হয় না । এমনকি পুলিশের নির্ধারিত খাদ্য সরবরাহকারী কাছ থেকে শুধুমাত্র দুপুরের খাবার কেনা যায় তাও সবার জন্য নির্ধারিত কয়েকটি মেনু । এর কারণ হচ্ছে, ধনী গরীব যেই হোক না কেন আইনের চোখে অর্থাৎ রাষ্ট্রের কাছে সবাই সমান । কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে ক্ষমতা এবং পদবী অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা আইন । অপরাধ করেও কারাগারে প্রথমশ্রেণী ইত্যাদি মর্যাদা দেয়া হয়, জনগনের অর্থ লোপাটের মত দুর্নীতির দায়ে গ্রেফতার করার পরও সাব- জেলে রাখা যায় ।মানবতা বিরোধী হত্যা, গুম, অপহরণ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক হওয়ার পরও ১৯ মাসে একদিনও কারাগারে থাকতে হলনা, অবিশ্বাস্য !!!!!! অথচ আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে আইনের চোখে সবাই সমান । অন্তত বাংলাদেশের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য নয় !!!!!! সত্যিই সেলুকাস এই বাংলাদেশ !!!!”

Related posts

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again

Happy Birthday Towhed

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More