আমাদের লতিব্বাইয়ের কোমরে ব্যাথা। উনি ঠিক মতোন দাঁড়াতে পারেন না ছবি তোলার সময়। তাই ঠেকনা দেয়ার জন্য একজন পার্মানেন্ট এসিসট্যান্ট হায়ার করেছেন। এসিসট্যান্ট মাশাল্লাহ খারাপ না। তাই ইদানিং লতিব্বাইয়ের ছবিগুলো ঝাপসা কম হয়। ওঁনার সাপোর্ট এখন বেশ স্ট্রং।
দিনটা ছিল বসন্তের শুরু। দিনটা ছিল ভালোবাসার। যেহেতু তিমু ভাই ছাড়া ঠিক জমে না, ওনাকে ধরে নিয়ে আসা হয়েছিল আমার বাসায়। সামান্য খানাপিণার আয়োজন ছিল। সময় বেশ ভালো কেটেছে।
লতিব্বাই আর ভাবী
Photo by Helena Lopes on Pexels.com