কথা ছিল দূর আকাশে হবে পরিচয়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
ডানায় ডানায় পরশ দিয়ে
মেলেছিলাম পাখা
উড়ার সাধেই তোমায় নিয়ে
একটু আদর মাখা;
হঠাৎ দেখি ডানা আছে
পাখি কোথা হায়!
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
আকাশ এখন তেমনি আছে
আছে মেঘের পালা
মুক্ত হাওয়ায় উড়ব কিন্তু
কেন এমন জ্বালা?
যার জন্য উড়াল দিলাম
উড়াল তারে চায়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
5 comments