মাত্র লেখা একটা গান, সুর করছি এখন

Photo by freestocks.org on Pexels.com

কথা ছিল দূর আকাশে হবে পরিচয়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
ডানায় ডানায় পরশ দিয়ে
মেলেছিলাম পাখা
উড়ার সাধেই তোমায় নিয়ে
একটু আদর মাখা;
হঠাৎ দেখি ডানা আছে
পাখি কোথা হায়!
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।
আকাশ এখন তেমনি আছে
আছে মেঘের পালা
মুক্ত হাওয়ায় উড়ব কিন্তু
কেন এমন জ্বালা?
যার জন্য উড়াল দিলাম
উড়াল তারে চায়
ও বন্ধুরে,
মনের কথা মনেই রয়ে যায়।

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

সামাজিক বিড়ম্বনা

5 comments

মিশু November 25, 2010 - 12:34 am
সুন্দর! সুর করে অডিও টা আপলোড করে দিন।
nirjhar November 25, 2010 - 12:41 am
Sure.
santwana chatterjee November 25, 2010 - 9:42 am
opurbo. pore monta bhore utholo.
nirjhar November 25, 2010 - 10:19 am
ধন্যবাদ। সুরটাও আমার পছন্দ হয়েছে। ব্লগেই প্রকাশ করব।
Santwanastar February 12, 2011 - 5:30 am
আমার সবুজ পাতা, ব্লগ বা ম্যাড হাউস, কোনোটাই খুলতে পাচ্ছিনা আমার কমপিউটার থেকে। আপনি কি আমার ব্লগ দেখতে পাচ্ছেন ?
Add Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More