শুভ সকাল।
সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি দুঃসময় ও কারো জন্য অপেক্ষা করে না। তাই ধৈর্য ধরুন। নিজের জায়গায় নিজের কাজটুকু করতে থাকুন। সব ঠিক হয়ে যাবে। সব ঠিকই হতে হয়। প্রকৃতি বেঠিক বিষয়গুলো বেশীদিন রাখেও না।
Meghdol
Photo by Towfiqu barbhuiya on Pexels.com