আমার থেকে পুড়ে যাওয়া গাছটি অনেক ভালো। আজ তার ছায়া নাই, তবুও পরম মমতায় মানুষ তার নীচে বসে আছে। ধন্য বৃক্ষজীবন। অসারের মধ্যে আমার মতো রস খুঁজতে হয় না। অপেক্ষার প্রহর যখন ঠিক গুনে উঠি উঠি করি, তখন আবার নিজেকেই পুড়তে হয়। ছায়া ছাড়াও মানুষ কী আনন্দে আছে! কী সুন্দর!