ডাবের পানিতে কফি মিশিয়ে খেলে কেমন হয়

ডাবের পানিতে কফি মিশিয়ে খেলে কেমন হয়! এই ভাবনায় গত কয়েক মিনিট কেটে গেল। আসলে ভাবনাটা আমি একজনকে দিয়েছি স্বপ্নে। আমি তার স্বপ্নে কেমন করে গেলাম সেটা আলোচনায় আনছি না। তবে কেউ কেউ যে এখনো আমাকে স্বপ্নে দেখে বা আমায় নিয়ে ভাবে এটাতে একধরনের আনন্দ আছে। যদিও আমার আনন্দের সীমা নেই। আমি আনন্দেই থাকি। জীবন আমার আনন্দময়।

অনেক দিন পর আজকের বিকেলটা বিকেল বিকেল মনে হচ্ছে। ঝকঝকে নীল আকাশ, নরম আলো এবং অদ্ভুত শ্যাডো ডিটেইল। এই সময় গাছের পাতাগুলো সবুজ এবং কালচে। চারিদিকে শান্তি শান্তি বিরাজমান। যদিও কালকে রাতের ক্রিকেট ম্যাচ এখনো রেশ রেখে গেছে। তারপরেও ভালো লাগছে। যথারীতি কানের ভিতর সন্ধ্য মুখার্জী গেয়ে চলেছেন। “রাত জেগে ঝরে গেছে অনসীয়া কামিনি”।

আমার মাঝে মাঝে প্রজাপতি মন হয়ে যায়। মানে হলো হুট করে মনে হয় খোলস কেটে বেড় হয়ে গেছি। এই সময়টা খুব ভালো লাগে। যাপিত জীবনে মাঝে মাঝে যখন এই মূহুর্ত ফিরে আসে, তখন জীবনকে হুট করে অনেক বেশী মজার মনে হয়। মনে আমি আছি বলেই পৃথিবী টিকে আছে! এই স্বর্থপরতাই হয়তো বেঁচে থাকার জন্য যথেষ্ট।

**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা

Related posts

প্যাঁচা এবং মঙ্গল শোভাযাত্রা

হ্যাপি নিউ ইয়ার ২০২২

সবকিছু ব্যাল্যান্স করা বেশ জরুরি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More