অনেকেই প্রশ্ন করেন যে লেখক, কবি, সঙ্গীতজ্ঞ বা আটর্িস্ট’ এদে ভূমিকা কী? অনেক কথাই অনেক ভাবে আলোচনায় আসে। আমার মনে হয় মূল বিষয়টা তাদের সৃষ্টিশীলতা’র থেকেও বড়। মানুষের মনে এনারা সৌন্দযর্ বা এর সংজ্ঞা পরিবর্তন করে দেন। তাইতো মানুষ আলাদ কিছু চিন্তা করতে পারে। পুরো পৃথিবী আসলে এনারাই নিয়ন্ত্রণ করেন।