আগামী কাল মানে ১৪ এপ্রিল, মানে পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন রাত ৭:৫০ মিনিটে চ্যানেল আইয়ের রঙিন পর্দায় বছরের প্রথম হিট নাটক ‘জহির কারিগর’ প্রচারিত হবে। উক্ত নাটকে মহান অভিনেতা লুৎফর রহমান নির্ঝর অভিনয় করেছেন। নাটকটি সারাদেশে একযোগে প্রচারিত হবে।
এই নাটকে আমাকে দেখা যাবে এক দুর্দান্ত চরিত্রে। সেই চরিত্রের বিশালতায় দর্শক হারিয়ে যেতে বাধ্য। তাই দেখা হবে সবার সাথে। ভালো থাকুন। পয়লা বৈশাখের গরম শুভেচ্ছা।