আজকে দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সকাল বেলা একটা কাজে এসেছি হুমায়ূন আহমেদ এর বাসা দখিন হাওয়ায়। সেখানে দেখা নিনিত হুমায়ূনের সাথে। দেখলাম বিশাল বড় একটা হাওয়াই মিঠাই খাচ্ছে সে। আমি জিজ্ঞেস করলাম, “কী খাচ্ছ বাবা”? নিনিত আমাকে বলল, “আমি মেঘ খাচ্ছি”। তার এই জবাবে আমি মুগ্ধ। হুমায়ূন আহমেদ এর ছেলে বলে কথা!