আজ কবিতা দিবস। কবিতা না লিখতে লিখতে এখন বিভিন্ন দিবসের জন্য বসে থাকি। তবুও কবিতা হয় না। এবার ভাবছি কুড়িগ্রামে গিয়ে ৭ দিন থাকব। নিজের পৈত্রিক বাড়ি। শেষ কবে ৭ দিন একটানা থেকেছি, মনে নেই। ইদানিং নিজের বাড়িটা অনেক টানে। যেহেতু একা কোথাও যেতে ইচ্ছে করে না, তাই আমার বন্ধুদের বলছি সঙ্গে চলুন। কুড়িগ্রাম ভালো জায়গা। না গেলে মিস করবেন।