আমার আজকে রাজকীয় সকাল। একটু ঢং করে বললে

আমার আজকে রাজকীয় সকাল। একটু ঢং করে বললে হবে ‘অদ্য প্রভাত-রজনী বেশ রাজকীয়’। একটু ব্যাখ্যা করি: ভোরে ঘুম ভেঙেই দেখি আকাশ মেঘলা। হালকা বৃষ্টি। এমনিতেই বৃষ্টি হলে আমার মাথায় সর্ট সার্কিট হয়ে যায়। উঠে বারান্দায় গিয়ে দেখি আমার টবে লাগানো নীল অপরাজিতা’র বীজ এখন প্রসূন। কী সুন্দর হেলে দুলে হাসিমুখে দাড়িয়ে। মনটাই ভালো হয়ে গেল। সারাদিন এমনিতেই গান গাই। এখন বেশ বড় গলাতেই গান গাইতে গাইতে ফরিদ কবিরের Farid Kabir আত্ম জীবনী হাতে নিলাম। একটু পরেই বাসার কাজের সহকারি ভদ্রমহিলা এলেন। তাকে বললাম একটু খিচুড়ি করেন। উনি যত্ন করে ভুনা খিচুড়ি করে দিলেন। যখন গরম খিচুড়ির ওপর খাঁটি গাওয়া ঘি দিলাম ছড়িয়ে আর সাথে একটা অনেক কাচামরিচ দিয়ে ভাজা একটা ডিম। দেখেই নিজেকে আকবর বাদশা মনে হল। সেই খাবার মুখে দিয়ে পাক্কা এক মিনিট চোখ বন্ধ করে একটু বাদশাহী মেজাজ তাড়িয়ে তাড়িয়ে নিচ্ছিলাম।
তো এমন সকালকেই রাজপ্রভাত বলা যায়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম আজকে আর বের হবো না। এখন এই বাদশা বাকী দিন কি করিবে ইহা ভাবতে ভাবতে গরম চায়ে চুমুক দিচ্ছি।

Related posts

Meghdol

The Benefits of Investing in a Quality Hi-Fi System

Imagine Dragons Night

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More