আমার তো ঘর নেই, নেই এক প্রশস্ত উঠান
ছাদ নেই, বেড়া নেই, দেয়ালের মতো দেয়াল নেই-
সমস্ত মহাকাশ জুড়ে শয্যা পেতেছে এক দীর্ঘশ্বাস-
রাতমাখা চুপিচুপি নিশ্বাস নেই, ফসলের আগমন নেই
তবুও আকাশ জুড়ে অদেখা স্বপ্নের চাষবাস…
-ধানমন্ডি, ঢাকা।
আমার তো ঘর নেই, নেই এক প্রশস্ত উঠান
ছাদ নেই, বেড়া নেই, দেয়ালের মতো দেয়াল নেই-
সমস্ত মহাকাশ জুড়ে শয্যা পেতেছে এক দীর্ঘশ্বাস-
রাতমাখা চুপিচুপি নিশ্বাস নেই, ফসলের আগমন নেই
তবুও আকাশ জুড়ে অদেখা স্বপ্নের চাষবাস…
-ধানমন্ডি, ঢাকা।
This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More