“আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে , আছো তুমি

“আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।”

This song will survive for at least next 200 years.
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রিয় কবি রুদ্র মহাম্মদ শহীদুল্লাহ’র ছোট ভাই বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ। ওনার বাসায় রুদ্রের একটা পোর্টেট আছে। আবির ভাইয়ের তোলা। বাংলা গানের পাগলরা ছবিটার বড় কিছু প্রিন্ট সংগ্রহ করতে পারেন।

Related posts

Meghdol

The Benefits of Investing in a Quality Hi-Fi System

Imagine Dragons Night

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More