আমি কান পেতে রই!

অসহ্য একটা দিন গেল। অফিস বন্ধ (শনিবার)। ভাবলাম রাজ্য উদ্ধার করে ফেলব। কিছুই হলোনা। এমনকি আমার কাজের ঘরটা গোছাব বলে ভেবে রেখেছিলাম তাও লণ্ডভন্ড। অবশ্য একটা কাজের কাজ হয়েছে। অনেক দিন পর প্রাণপ্রিয় শিপ্লু ভাইয়ের সাথে প্রায় ২ঘন্টা স্কাইপে গল্প করেছি। লোকটা এখনও আগের মতোন আছেন। নো চেন্জ। গ্যাজেট ফ্রিক এই মানুষটা আজকে অনেক নতুন গ্যাজেটের গল্প করলেন এবং বরাবরের মতোন আমি পটে গেলাম। আমিও ডিভাইসটি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। একটা এনড্রয়েড ট্যাবলেট কম্পিউটার।

এর আগেও অনেকভাবে শিপ্লু ভাইয়ের দ্বারা প্রভাবিত হয়েছি। এমনকি আজকের মেদযুক্ত শরীরটিও ওনার বদৌলতে পেয়েছি। শিপ্লু ভাইয়ের মতো ভোজন রসিক আর চোখে পড়েনি। যেহেতু আগেই বলেছি ওনার দ্বারা অনেক প্রভাবিত আমি তাই বাকীটা বুঝে নিন।

কিন্তু এইযে এখন সন্ধ্যা-রাত সময়টা। পান্থপথে সাইরেন বাজিয়ে এম্বুলেন্স উৎকন্ঠার গান গাচ্ছে। আমি বসে আছি। দিন শেষে কেমন যেন শুন্যতা। কোথায় যেন একটু কষ্ট। তবুও কান পেতে আছি। আগামীর জন্য। একটু সুন্দর দিনের জন্য। সামনের দিনটা ভালো হবে আশা করছি!

Related posts

Few Photographers Together

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again

2 comments

Mahmud Ahsan October 27, 2010 - 9:20 pm
গুরুজনেরা বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ। যদিও এরপরও আমরা ভালো দিনের প্রত‍্যাশায় রই।
nirjhar October 27, 2010 - 11:54 pm
hmm
Add Comment