আহ্লাদ করে একটু ফুল চাইলেই কী মেয়েলি হয়ে গেল! আরে ভাই জাগতিক সকল পুষ্পসম্ভার কেবল নারীদের সম্পদ নয়; পুষ্প এখনো সকলের জন্যই ফোটে। তাই এই বাড়ন্ত বর্ষার রাতে খুব ঢং করে আমি চাইতেই পারি কিছু কদম ফুল। আসলে ঠিক মনে নেই কেউ কখনো আমাকে কদম ফুল দিয়েছে কীনা! কদম দেখতে কেমন সেটাও ভুলে গেছি। কল্পনার কদম দিয়ে কী আর পোষায় রে ভাই। বর্ষা আসে, বর্ষা যায়… মনে মোর এক নীপবন হায়….
**//** ধানমন্ডি, ঢাকা।