এই রাষ্ট্রেই যেন আমার মৃত্যু হয়,
যেভাবে একটা বনের মৃত্যু ঘোষনা হলো
যেভাবে গাছের মৃত্যু ঘটানো হলো, উন্নয়নের জোয়ারে
যেভাবে দিনে দিনে সবুজকে ধ্বংস করা হলো-
ঠিক সেইভাবে নয়।
আমার মৃত্যু যেন সরকারি না হয়।
আমার কুড়িগ্রামে, রাঙালীর বস
যেখানে আমার দাদা-দাদী, বাবা
অরাষ্ট্রীয় মৃত্যুতে ঘুমাচ্ছেন অনেক দিন থেকে
তাদের পাশে, কোলের কাছে ঘুমাবার গ্যারান্টিটুকু চাই
যতই রাষ্ট্রীয় করো, এ দেহ করো না ছাই।
ফরমালিনে ভরা এই নষ্ট দেহ
পেট্রলে নিশ্চিত পুড়ে যাবে, ক্ষয়ে যাবে
তবুও আগুন, তবুও মৃত্যু, তবুও পাহাড়
এই রাষ্ট্রের সমতলে, নিজ ভিটামাটিতে ঠাঁই পেতে চাই।
——**//** থানমন্ডি, ঢাকা।