একটা মজার কথা আমি প্রায় সময় বলি। যেকোন আন্তর্জাতিক আর্ট কন্টেস্টে যদি কোন বাংলাদেশি ফটোগ্রাফার অংশগ্রহণ করে, তখন তার কাজ অনেক গুরুত্ব দিয়ে দেখা হয়। এটা আমার মজা কিন্তু এটা একটা ফ্যাক্ট। ফটোগ্রাফি এবং বাংলাদেশ একটা আন্তর্জাতিক ফেনোমেনা।
এই অবস্থানটা তৈরি করার পিছনে Shahidul Alam এর অনেক বড় একটা ভূমিকা আছে। সেই সাথে তার তৈরি প্রতিষ্ঠান পাঠশালার।
ভাইজানেরা, এই প্রতিষ্ঠানটা হুট করে এখানে আসে নাই। অনেক কাঠ-খর-ঘি পুড়াইতে হইছে। সুতরাং এইটার পিছনে লাগার আগে একটু হিসেব নিকেশ করে নেয়া ভাল। আমরা যারা কোন না কোন ভাবে পাঠশালাকে নিজের প্রতিষ্ঠান ভাবি, পাঠশালা নিয়ে সমালোচনা করার অধিকার শুধু আমাদেরই আছে ব্রাদার। এই মুহূর্তে অনেক ইসু আছে দেশে, দয়করে ঐগুলা বেচে খান। আর নিজেদের পত্রিকার ছবিগুলো সুন্দর করেন। যদি এতে কোন পরামর্শ লাগে, পাঠশালার সাথে যোগাযোগ করেন। শিক্ষক হিসেবে পাঠশালা ভালো।