এক খানা পুস্তক প্রকাশ করতে গিয়ে কত কিছু যে ঠিক করতে হলো! কেমনে?
১. প্রথমত আমি ইউনিকোডে লিখি। এবং মাইক্রসফ্ট এর সোনার বাংলা আমার প্রিয় বাংলা ফন্ট। কিন্তু আমাদের প্রকাশনা শিল্প ইউনিকোডে বই ছাপেন না। কারণ তাদের পেইজ মেকাপ সফ্টওয়্যার (কোয়ার্কএক্সপ্রেস) এই বাংলা সাপোর্ট করে না।
২. ইউনিকোডে তারা লিখতে পারেন না।
আমি মোটামুটি মানের ঘারতেড়া একপিস লোক। আমি আমার বই এই ফন্টেই ছাপব। আমার প্রকাশক বললেন আমি যদি তাদেরকে ভেক্টর আউটলাইন করে দেই তাহলে তাদের কোন সমস্যা নেই।
আমি ৪ ঘন্টার চেষ্টায় এডোবি ইনডিজাইন শিখলাম। এবং দেখি সেখানে ইউনিকোড বাংলা ভেঙে যায়। তাই প্রায় ৩০ মিনিট পড়াশুনা করে সেটা সমাধান করে ফেললাম। মহাখুশি। কিন্তু যখন ইপিএস এক্সপোর্ট করি দেখি যে কিছু লেখা আউটলাইন হচ্ছে না। তাই বাধ্য হয়ে আবারও ৩০ মিনিট পড়াশুনা। এখন আমি যেকোন ইউনিকোড বাংলাকে আউটলাইন করতে পারছি।
আমার বন্ধু Latif Hossain জানালেন এই সমস্যার নাকি কোন সমাধান ছিল না। আমি সব সমাধান করে ফেলেছি। যেসব পাবলিশার ভাইয়েরা এই সমস্যায় আছেন, যোগাযোগ করেন। 🙂