কিছু কিছু রাত

মাঝে মাঝে গভীর রাত্রে
কারো সংগে কথা বলতে ইচ্ছে করে
অচেনা-চেনা নয় কিছু; যে কেউ হতে পারে।
বাতাসের ঝাপ্টায় বসে থাকতে চায় শরীর
আকাশের আঙিনায় আবার শীতল হতে চায় মন
কী এক অদ্ভুদ কথা; শিয়রে শিয়রে বেদনা বাতাস;
কোথা কোন সময় থেকে নিশব্দে আছরে পরে
এইসব গভীর রাতে শুধুই কথা বলতে ইচ্ছে করে

Related posts

Brothers and Sisters

আলোকচিত্রায়ন বস্তুর চিত্রায়ন নাকি বস্তুর উপর আলোকচিত্রীর চিন্তার পরিবেশন?

যদি বলি প্রেমে পরেছি অথবা পরেছে সে!