কুকুরের সাথে মানুষের সম্পর্ক একদম আদিম যুগ থেকে

যেদিন থেকে কুকুরের বাচ্চা কে মানুষ একটি গালি তে পরিণত করল, মানবিক পতন সেদিন থেকেই রচিত হয়েছিল। এটা ব্যাখ্যা করার জন্য অনেক কথা বলতে হবে। তার থেকে যদি সময় থাকে, ২০১৮ সালের Alpha (Sony Picture) ছবি টি দেখতে পারেন। কুকুরের সাথে মানুষের সম্পর্ক একদম আদিম যুগ থেকে। কুকুর মর্যাদা পেত পরিরবারের একজন হিসেবেই।
আসলেই কুকুরের একটাই ভুল, তারা মানুষ কে বিশ্বাস করে। দিনে দিনে এখন মানুষের বাচ্চা কথাটাকেই গালি মনে হয়। মানুষের থেকে পশু পাখিরা দিনে দিনে মানবিক হয়ে উঠছে। আফসোস।
এই গ্রহ মানুষের গ্রহ হয়ে উঠাটাই সবচেয়ে বড় ক্ষতি। আমরা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন বসে বসে সবাই কুকুর নিধন করেন!

Related posts

বাসার পাশেই দু’টি গ্যালারি

মানুষ ছাড়া অন্য প্রাণী মারবে কেমন করে?

Few Photographers Together