কৃষ্ণপক্ষ ছবির কাজ শুরু হওয়ার পর থেকে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে একটা গল্প বা উপন্যাস থেকে চিত্রনাট্য করা হয়। আমি ভালো উত্তর দিতে পারি নি। আমি প্রাতিষ্ঠানিক ভাবে এই কাজটা শিখি নাই। শুধু মাত্র অনেক বেশী সিনেমা দেখা এবং ফটো স্টরি বানানোর অভিজ্ঞতার ভিত্তিতে আমি কৃষ্ণপক্ষের চিত্রনাট্য শুরু করেছিলাম। যদিও পরে পরিচালক নিজেই চিত্রনাট্যটি করে ফেলেন। এখানে আমার করা শেষ ড্রাফ্ট ভার্সনটি দিলাম। আপনারা যারা আগ্রহী ছিলেন তারা মূল উপন্যাসটি পড়ুন এবং আমার টা দেখুন। তাহলে আমার প্যাটার্নটা বুঝতে পারবেন। এবং সবশেষে হলে গিয়ে ছবিটি দেখুন। তাহলে একটা ফাইনাল টাচ বুঝতে পারবেন।
ডক ফাইলের ডাউনলোড লিংক।
http://tinyurl.com/h823ud4
ধন্যবাদ: Meher Afroz Shaon
https://tinyurl.com/h823ud4