কোন একদিন ঝুম বরষায়
আলতো হাতে ক্যামেরায়
তোমার কিছু ছবি তুলব;
কখন হবে সময় তোমার
ইচ্ছে হবে বৃষ্টি ডাকার!
একটি চিলতে আলোর সাথে
বলব কথা কল্পনাতে
হাসিটাও ঠিক আগের মতোই
আলোর তুলির আল্পনাতে
লিখে রাখব;
কবে হবে সময় তোমার?
নতুন আলোর কাব্য হাতে
বৃষ্টিবিধুর আলসেমিতে
বাষ্পকণার আবছায়াতে
জ্বলবে উঠে ক্যামেরাতে
মেঘের মতো চুলের রাশি..
তোমার কিছু ছবি তুলতে
বড্ড বেশী ভালোবাসি..
কবে হবে সময় তোমার?
মান অভিমান ভাঙিয়ে দেয়ার?
মেঘের উপর মেঘের বেলায়
বসে আছি আজ ক্যামেরায়
কবে হবে সময় তোমার?
বর্ষা বুঝি চলেই গেল…
**//** ধানমন্ডি, ঢাকা।