ক্ষুধার কারণে একটা ১০ বছরের বাচ্চা নিহত হয়েছে

শুক্রবার ভালো লাগে অনেক। দিন শুরু হয় ২ টার পর। শান্তির ঘুম এমন দিনেই হয়। প্রায় ৮ ঘন্টা ঘুমিয়েছি। বৃষ্টিস্নাত ইয়েলো ক্যাফের গাছগুলো সবুজ। কুৎসিৎ ধুলো মাখা জীবন বিসর্জন দিয়ে বেশ যুবকের মতো গাছগুলো দাড়িয়ে আছে। হয়তো গাছ জীবনে আবার স্বপ্নে বিভোর হবে। হয়তো গাছদের প্রত্যাশা পূরণে এই শহরে একদিন সবুজের বিপ্লব হবে। আমার ক্ষয়িষ্ণু জীবন। একটা মানবজীবন গাছেদের সাথে তুলনায় হয়তো শিশুকাল! মানবজীবনের স্বপ্ন পূরণ না হলেও গাছজীবনের স্বপ একদিন সত্যি হবেই। এই পৃথিবী হয়তো আবারো গাছেদের দখলে চলে যাবে। ক্ষতি কি! নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে আমরা যে নিকৃষ্ট তা প্রমাণ করেই ফেলেছি। এবার ক্ষান্ত হওয়া দরকার।

মেজাজটা বেশ খারাপ। ক্ষুধার কারণে একটা ১০ বছরের বাচ্চা নিহত হয়েছে। সভ্যতা আরো একটা শিশুকে পরিকল্পিতভাবে খুন করতে পারল। জয় সভ্যতার!

**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।

Related posts

Few Photographers Together

Got all my collected paintings and photographs in Mounts

Harry Potter again